BIG BRAKING: টিবি নিয়ে এক বড় সিধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী...
সুপ্রভাত ডিজিটাল: এক বড় সিধান্ত প্রধানমন্ত্রী মোদীর। এবার কোনো রাজনৈতিক বিষয় নয় এবার তিনি টিবি নির্মূলের লক্ষ্যে পৌঁছানোর কথা বললেন। টিবি নির্মূলের দিকে প্রধানমন্ত্রী মোদীর এক বড় কদম। ২০৩০ এর মধ্যে প্রধানমন্ত্রী চান দেশ থেকে যাতে টিবি নির্মূল হয় আর এর পর তিনি বলেন নির্ধারিত লক্ষ্যের চেয়ে পাঁচ বছর আগে ২0২৫ সালের মধ্যে রোগটি শেষ করার লক্ষ্যে নিলেন প্রধানমন্ত্রী মোদী নির্মূল মিশন ঘোষণা করলেন তিনি।
সমগ্র বিশ্ব জুড়ে নেতারা সারা বিশ্ব জুড়ে সমস্ত রাজ্যগুলির মন্ত্র সহ সহস্রাব্দে যোগ দিতে জাতীয় রাজধানীতে একত্রিত হয়েছে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এই ঘটনায় এখানে উপস্থিত সব রাজ্যের এবং সংশ্লিষ্ট কর্মকর্তার কয়েকজন মন্ত্রী উপস্থিত আছেন, নির্দেশ দেন যে, আমরা কীভাবে 'টিম ইন্ডিয়া' হিসেবে দেশ থেকে টিবি নির্মূল করার সিদ্ধান্ত নিয়েছি।টিবি একটি সংক্রামক, বায়ুবাহিত রোগ যা প্রধানত ফুসফুসকে প্রভাবিত করে এবং ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম যক্ষ্মা (এমটিবি) দ্বারা সৃষ্ট হয়।
Comments
Post a Comment